চোখের খোঁজে

চোখের খোঁজে

Created by:
বাঙালি গজলমৃদু সঙ্গীতসুরেলা

Lyrics / Prompt

[Verse]
চোখের খোঁজে ভেসে যায় মন
রাত্রি জাগে তবু নেই কোন ক্ষণ
তোমার স্মৃতি ছুঁয়ে যায় আমায়
হৃদয় বলে
ফিরে চাও প্রিয়জন
[Verse 2]
আলোছায়া খেলায় ভরা দিন
তোমার ছোঁয়ায় মিশে যায় বীন
তোমার নামের মিষ্টি সে গান
মনে বাজে
যেন চিরন্তন
[Chorus]
তুমি আছো
তবু নেই যেন
মন বলে
আকাশে দেখো চেনা
তোমার ছায়া
আমার স্বপনে
তোমায় চাই
হৃদয়ের গোপনে
[Verse 3]
চুপচাপ রাতে তোমার স্মরণ
তোমার কথা হৃদয়ে চিরতরুণ
তোমার হাসি
যেন নদীর ঢেউ
তোমায় ছাড়া
জীবন হয়ে যায় নেউ
[Bridge]
তোমার ছোঁয়া স্বপ্নের মতো
হৃদয়ে বাজে এক নতুন নোট
তোমার নামে লিখি সব কথা
তোমায় ছাড়া জীবন হয় ব্যথা
[Chorus]
তুমি আছো
তবু নেই যেন
মন বলে
আকাশে দেখো চেনা
তোমার ছায়া
আমার স্বপনে
তোমায় চাই
হৃদয়ের গোপনে

Comments